ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন গাইবান্ধা-৩ আসনে সাধারণ ভোটারের আলোচনার শীর্ষে বিএনপির অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক টেকনাফে শীর্ষ মানব পাচারকারী আব্দুল আলী আটক বানারীপাড়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ে নিমিষেই ছাই তারেক রহমানের ৩১ দফাই জাতীয় ঐক্যের রূপরেখা: মোরেলগঞ্জে মনিরুল হক ফরাজি বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান বাগেরহাটে টাইফয়েডের টিকা প্রদান শুরু বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের অভিযাত্রা শুরু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের বিএনপির আঞ্চলিক সমাবেশ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান

 

বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করা হয়।

 

 

এদিন কয়েকহাজার নেতা-কর্মী মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন।

 

এসময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 

 

জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। সরকার যতদিন আমাদের দাবি মেনে নিবে না, ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।

জনপ্রিয়

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান

আপডেট : ৫ ঘন্টা আগে

 

বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করা হয়।

 

 

এদিন কয়েকহাজার নেতা-কর্মী মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন।

 

এসময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 

 

জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। সরকার যতদিন আমাদের দাবি মেনে নিবে না, ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।