ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন গাইবান্ধা-৩ আসনে সাধারণ ভোটারের আলোচনার শীর্ষে বিএনপির অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক টেকনাফে শীর্ষ মানব পাচারকারী আব্দুল আলী আটক বানারীপাড়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ে নিমিষেই ছাই তারেক রহমানের ৩১ দফাই জাতীয় ঐক্যের রূপরেখা: মোরেলগঞ্জে মনিরুল হক ফরাজি বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান বাগেরহাটে টাইফয়েডের টিকা প্রদান শুরু বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের অভিযাত্রা শুরু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের বিএনপির আঞ্চলিক সমাবেশ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

 

নীলফামারীর জলঢাকায় প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার আল-হেরা এডুকেয়ার হোম স্কুলের হলরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ মাফরুহা আক্তার, আল-হেরা এডুকেয়ার হোম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম প্রমুখ।

 

প্রাথমিক আলোচনা সভা শেষে বিভিন্ন বয়সের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধক টাইফয়েড টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা টিকা গ্রহণ করে।

 

উল্লেখ্য, মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী বাকি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। এছাড়া নিবন্ধন চলমান রয়েছে। যেসব শিশুর জন্মসনদ নেই, তাদেরও টিকার জন্য নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট : ৩ ঘন্টা আগে

 

নীলফামারীর জলঢাকায় প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার আল-হেরা এডুকেয়ার হোম স্কুলের হলরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ মাফরুহা আক্তার, আল-হেরা এডুকেয়ার হোম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম প্রমুখ।

 

প্রাথমিক আলোচনা সভা শেষে বিভিন্ন বয়সের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধক টাইফয়েড টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা টিকা গ্রহণ করে।

 

উল্লেখ্য, মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী বাকি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। এছাড়া নিবন্ধন চলমান রয়েছে। যেসব শিশুর জন্মসনদ নেই, তাদেরও টিকার জন্য নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।