ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন গাইবান্ধা-৩ আসনে সাধারণ ভোটারের আলোচনার শীর্ষে বিএনপির অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক টেকনাফে শীর্ষ মানব পাচারকারী আব্দুল আলী আটক বানারীপাড়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ে নিমিষেই ছাই তারেক রহমানের ৩১ দফাই জাতীয় ঐক্যের রূপরেখা: মোরেলগঞ্জে মনিরুল হক ফরাজি বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান বাগেরহাটে টাইফয়েডের টিকা প্রদান শুরু বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের অভিযাত্রা শুরু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের বিএনপির আঞ্চলিক সমাবেশ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক

 

নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

উৎসবমুখর প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না।

 

 

সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো.  শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশ এল সাধারণ সম্পাদক পারভেজ আকন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিম।

 

প্রথম রাউন্ডের আলোচনার বিষয় ছিল, পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।

 

সেমিফাইনালে আলোচনার বিষয় ছিল ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে ও সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে।

 

আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।

 

 

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।

জনপ্রিয়

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক

আপডেট : ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

 

নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

উৎসবমুখর প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না।

 

 

সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো.  শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশ এল সাধারণ সম্পাদক পারভেজ আকন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিম।

 

প্রথম রাউন্ডের আলোচনার বিষয় ছিল, পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।

 

সেমিফাইনালে আলোচনার বিষয় ছিল ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে ও সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে।

 

আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।

 

 

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।