ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন গাইবান্ধা-৩ আসনে সাধারণ ভোটারের আলোচনার শীর্ষে বিএনপির অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক টেকনাফে শীর্ষ মানব পাচারকারী আব্দুল আলী আটক বানারীপাড়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ে নিমিষেই ছাই তারেক রহমানের ৩১ দফাই জাতীয় ঐক্যের রূপরেখা: মোরেলগঞ্জে মনিরুল হক ফরাজি বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়েতের মিছিল, স্মারকলিপি প্রদান বাগেরহাটে টাইফয়েডের টিকা প্রদান শুরু বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের অভিযাত্রা শুরু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের বিএনপির আঞ্চলিক সমাবেশ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

ভোটের লড়াইয়ে চমক দেখাতে প্রস্তুত জাকের পার্টি: অস্ত্র একটাই,’ গোলাপ ফুল মার্কা’

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল মার্কা নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাকের পার্টি। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নে আয়োজিত জেলা সাংগঠনিক সমাবেশে দলের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

 

 

সমাবেশে বক্তারা বলেন, “গোলাপ ফুল শুধু প্রতীক নয়, এটি শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক। নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই এখন জাকের পার্টির প্রধান লক্ষ্য।”

 

বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে জাকের পার্টি জনগণের সামনে বিকল্প রাজনীতির রূপরেখা তুলে ধরবে। দলের কেন্দ্রীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের সংগ্রাম আজ নতুন দিগন্ত উন্মোচন করেছে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই গোলাপ ফুল মার্কায় বিজয়ের পথে এগিয়ে যাবে জাকের পার্টি।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি ও মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র বাহক জাকের পার্টি। শান্তি-সম্প্রীতির রাজনীতিকে জয়ী করতে হলে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি খান আরিফুর রহমান আরিফ বলেন, “নির্বাচনে আমরা লড়াই করবো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ভোট হলে আর কারও প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। জনগণ ঘরে বসেই তাদের ভোট দিতে পারবে।”

 

 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি খান আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, মোংলা উপজেলা সভাপতি বাদল হোসেন হাওলাদার প্রমুখ।

 

সবশেষে বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন, “আগামী নির্বাচনে গোলাপ ফুল ফুটবে—আর সেই ফুল হবে জনগণের আস্থার প্রতীক।”

জনপ্রিয়

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ভোটের লড়াইয়ে চমক দেখাতে প্রস্তুত জাকের পার্টি: অস্ত্র একটাই,’ গোলাপ ফুল মার্কা’

আপডেট : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল মার্কা নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাকের পার্টি। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নে আয়োজিত জেলা সাংগঠনিক সমাবেশে দলের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

 

 

সমাবেশে বক্তারা বলেন, “গোলাপ ফুল শুধু প্রতীক নয়, এটি শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক। নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই এখন জাকের পার্টির প্রধান লক্ষ্য।”

 

বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে জাকের পার্টি জনগণের সামনে বিকল্প রাজনীতির রূপরেখা তুলে ধরবে। দলের কেন্দ্রীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের সংগ্রাম আজ নতুন দিগন্ত উন্মোচন করেছে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই গোলাপ ফুল মার্কায় বিজয়ের পথে এগিয়ে যাবে জাকের পার্টি।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি ও মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র বাহক জাকের পার্টি। শান্তি-সম্প্রীতির রাজনীতিকে জয়ী করতে হলে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি খান আরিফুর রহমান আরিফ বলেন, “নির্বাচনে আমরা লড়াই করবো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ভোট হলে আর কারও প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। জনগণ ঘরে বসেই তাদের ভোট দিতে পারবে।”

 

 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি খান আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, মোংলা উপজেলা সভাপতি বাদল হোসেন হাওলাদার প্রমুখ।

 

সবশেষে বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন, “আগামী নির্বাচনে গোলাপ ফুল ফুটবে—আর সেই ফুল হবে জনগণের আস্থার প্রতীক।”