বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির কচুয়া উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কচুয়া বাজার এলাকায় উপজেলা তাঁতীদলের সভাপতি মো. লাভলু ও সাধারণ সম্পাদক মো. হাবিবুল বাসারসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।
এ সময় ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপি’র নয়, এটি আজকের বাংলাদেশের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, বিএনপি দেশের গণমানুষের দল। জনগণের অধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নির্দেশে তাতীদলসহ সব অঙ্গসংগঠন মাঠে রয়েছে এবং থাকবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং রাষ্ট্র সংস্কারের এই কর্মসূচিকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।